গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সড়ক ও জনপথ অধিদপ্তর
গণবিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণ, সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা ও কর্তৃপক্ষের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে, Highways Act, 1925 (Act No.III of 1925) এর Section-4 এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক প্রণীত মহাসড়ক (নিরাপত্তা, সংরক্ষন ও চলাচল নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০১ এর বিধি ৮(ক), (খ), (গ) অনুযায়ীঃ
মহাসড়কের ক্ষতিকর ব্যবহার ইত্যাদির ক্ষেত্রে বাধা নিষেধ- (১) কোন ব্যক্তি
(ক) মহাসড়ক এর অন্তর্ভুক্ত ঢাল (Slope), Berm, Borrow pit এর কোন অংশ দখল বা ব্যবহার করিতে পারিবেন না।
(খ) মহাসড়কের কোন অংশের উপরের বা নিচের বা পরবর্তী ১০ (দশ) মিটার এর মধ্যে কোন নির্মাণ কার্য বা কোন কিছু স্থাপন বা বিদ্যমান স্থাপনার পরিবর্তন, পরিবর্ধন, মাটি খনন বা ভরাট কার্য বা কোন বৃক্ষরোপণ বা চাষাবাদ করিতে পারিবেন না।
(গ) মহাসড়কের উপর কোন পণ্য সামগ্রী বা মালামাল জমা রাখিতে পারিবেন না,
উপরোক্ত বিধির লংঘন দণ্ডনীয় অপররাধ বলে গণ্য হইবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।
সড়ক ও জনপথ অধিদপ্তর
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS