Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

ভোলা সড়ক বিভাগের আওতায় 1985-86 অর্থ বছর হতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, পিমএপি (সড়ক), পিএমপি (ব্রীজ/কালভার্ট) এবং মেরামত ও রক্ষণাবেক্ষনের মাধ্যমে 250.00 কি.মি. সড়ক মেরামত ও রক্ষনাবেক্ষন করে আসছে সড়ক ও জনপথ।

* ভোলা হতে চরফ্যাশন পর্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরনসহ কালভার্ট নির্মাণ করা হয়েছে।

* চরফ্যাশন হতে বেতুয়া পযন্ত সড়ক উন্নয়ন ও সেতু কালভার্ট নির্মাণ করা হয়েছে।

* জেলা সড়ক প্রকল্পের আওতায় ৪টি সড়কে সড়ক উন্নয়ন ও কালভার্ট নির্মাণ করা হয়েছে।

* বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ন বেইলী সেতুর স্থলে পি.সি গার্ডার সেতু নির্মাণ করা হয়েছে।