উল্লেখিত প্রকল্পটি পরানগঞ্চ বাজার (ভোলা শহর) হতে শুরু হয়ে চরফ্যামন উপজেলার বাবুরহাট লহ্চঘাটকে সংযুক্ত করেছে। সড়কটি আঞ্চলিক সহাসড়ক হলেও সড়কটির ভিত্তি দুর্বল এবং প্রস্থ ৫.৫০ মিটার (১৮ ফুট)। এ সড়কের ওপর দিয়ে প্রতিনিয়ত অনেক যাত্রী ও মালবাহী ভারী যানবাহন চলাচল করে। ফলে বর্তমানে সড়কের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। অন্যদিকে সড়কের প্রস্থ ১৮ ফুট হওয়ায় ২টি বাস/ট্রাক পাশাপাশি যাওয়ার সময় পর্যাপ্ত জায়গা না থাকায় সড়কের কিনারা ভেঙ্গে সোল্ডার ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া এ সড়কে ৪৩ টি অতি পুরাতন, সরু ও ঝুকিপূর্ণ ছোট-বড় আরসিসি কালভার্ট রয়েছে। ভারী যানবাহন চলাচলের ফলে প্রায়ই কালভার্ট ভেংগে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে সড়কটি হার্ডশোল্ডারসহ ৯.৭ মিটার প্রস্থে উন্নয়নের প্রস্তাব রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস