Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

উল্লেখিত প্রকল্পটি পরানগঞ্চ বাজার (ভোলা শহর) হতে শুরু হয়ে চরফ্যামন উপজেলার বাবুরহাট লহ্চঘাটকে সংযুক্ত করেছে। সড়কটি আঞ্চলিক সহাসড়ক হলেও সড়কটির ভিত্তি দুর্বল এবং প্রস্থ ৫.৫০ মিটার (১৮ ফুট)। এ সড়কের ওপর দিয়ে প্রতিনিয়ত অনেক যাত্রী ও মালবাহী ভারী যানবাহন চলাচল করে। ফলে বর্তমানে সড়কের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। অন্যদিকে সড়কের প্রস্থ ১৮ ফুট হওয়ায় ২টি বাস/ট্রাক পাশাপাশি যাওয়ার সময় পর্যাপ্ত জায়গা না থাকায় সড়কের কিনারা ভেঙ্গে সোল্ডার ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া এ সড়কে ৪৩ টি অতি পুরাতন, সরু ও ঝুকিপূর্ণ ছোট-বড় আরসিসি কালভার্ট রয়েছে। ভারী যানবাহন চলাচলের ফলে প্রায়ই কালভার্ট ভেংগে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে সড়কটি হার্ডশোল্ডারসহ ৯.৭ মিটার প্রস্থে উন্নয়নের প্রস্তাব রয়েছে।