গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নিবাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়
সড়ক বিভাগ, ভোলা।
E-mail: eebho@rhd.gov.bd/eebhola@gmail.com
স্মারক নং- 35.01.0918.404.34.005.20- 1470 তারিখঃ 25/06/২০২3ইং।
“সীমিত দরপত্র পদ্ধতিতে ঠিকাদার তালিকাভূক্তি/লাইসেন্স নবায়ন বিজ্ঞপ্তি”
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়ক বিভাগ, ভোলা কর্তৃক পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এর আলোকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালন (রাজস্ব) বাজেটের আওতায় সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রতিক্ষেত্রে ৫০.০০ (পঞ্চাশ) লক্ষ টাকা পর্যন্ত প্রাক্কলিত মূল্যের অভ্যন্তরীন ক্রয়কার্য (NCT-Works) সম্পাদনের লক্ষ্যে ২০২3-২০২4 অর্থবছরের জন্য ঠিকাদার তালিকাভূক্তি/নবায়ন করা হবে। সিপিটিইউ কর্তৃক নির্ধারিত আবেদন ফরম নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, ভোলা হতে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। ১০০০.০০ (এক হাজার) টাকা অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/চালান নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, ভোলা এর অনুকূলে জমা প্রদান করে অথবা মানি রিসিটের মাধ্যমে ১০০০.০০ (এক হাজার) টাকা পরিশোধ করতঃ আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সঠিকভাবে পূরণ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী 31 জুলাই ২০২3 খ্রিঃ বিকাল 5:০০ ঘটিকার মধ্যে অত্র দপ্তরে জমা করতে হবে। সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-2008 এর 63 অনুসরণযোগ্য এবং এ তালিকাভুক্তিকরণ দরপত্র আহবান/কাজ প্রদানের নিশ্চিয়তা বিধান করে না।
উল্লেখ্য যে, ইতিপূর্বে অত্র দপ্তরের তালিকাভূক্ত ঠিকাদারদের 2023-2024 অর্থ বছরে লাইসেন্স নবায়ন ফি বাবদ টাকা 2,000/- (টাকা দুই হাজার) + 15% ভ্যাট বিনা জরিমানায় আগামী 31 জুলাই 2023খ্রিঃ এর মধ্যে অত্র দপ্তরে জমা পূর্বক লাইসেন্স নবায়ন করার জন্য অনুরোধ করা হলো।
(মোঃ নাজমুল ইসলাম)
পরিচিতি নং-602232
নির্বাহী প্রকৌশলী (চ.দা.), সওজ
সড়ক বিভাগ, ভোলা।
অনুলিপি সদয় জ্ঞাতার্থে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS